ছেলের বিরুদ্ধে বাবার লড়াই, দুজনের আওয়াজে কাঁপছে মাঠ

নির্বাচনী প্রচারণায় মাঠ কাঁপাচ্ছেন বাপ-বেটা। পাবনা জেলার আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়নে ছেলের বিরুদ্ধে ভোটে লড়ছেন বাবা। ছেলে বিএনপিদলীয় প্রার্থী হিসেবে লড়ছেন আর বাবা স্বতন্ত্র প্রার্থী হিসেবে ছেলের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন।

ছেলে ফারুক হোসেন মাজপাড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। বিএনপি থেকে তাকে মনোনয়ন দেয়া হয়েছে। বাবা বিশিষ্ট মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন রেনু মাজপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।

৭ এপ্রিল বৃহস্পতিবার ছেলে ফারুক হোসেন আটঘরিয়া উপজেলা নির্বাচন কার্যালয়ে দলীয় মনোনয়নপত্র জমা দেয়ার পর তার বাবা আনোয়ার হোসেন রেনুও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ছেলের বিরুদ্ধে বাবার ভোটযুদ্ধে নামার ঘটনায় জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কেউ বলছেন, বাবা-ছেলের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব রয়েছে, তাই ভোটযুদ্ধে মুখোমুখি হয়েছেন। তবে গ্রামবাসীর মতে, পারিবারিক বিরোধ গড়িয়েছে নির্বাচনী মাঠে।

এ ব্যাপারে ছেলে ফারুক হোসেন বলেন, আমি বর্তমান চেয়ারম্যান। আমার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। আমি বিএনপি থেকে মনোনয়ন পেয়েছি। আমার বিরুদ্ধে আমার বাবা প্রার্থী হয়েছেন। ভোটের আগেই হয়তো সমঝোতা হয়ে যাবে।

বাবা আনোয়ার হোসেন রেনু বলেন, আমি আটঘরিয়া উপজেলার চেয়ারম্যান ছিলাম। মাজপাড়া ইউনিয়নেরও চেয়ারম্যান ছিলাম। আমিই একমাত্র যোগ্য প্রার্থী। পারিবারিক দ্বন্দ্বের কারণে আমার বিরুদ্ধে নির্বাচনে দাঁড়িয়েছে ছেলে।

আটঘরিয়া উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে গত বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিনে চেয়ারম্যান পদে ৩১ জন, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পদে ৬৪ জন এবং সাধারণ সদস্য পদে ২শ’ ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

আটঘরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদা আক্তার জানান, উপজেলার ৫ ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ৫ জন, বিএনপির ধানের শীষ প্রতীকের চেয়ারম্যান প্রাথী ৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২১ জন।



মন্তব্য চালু নেই