ছোঁ মেরে মানুষ ধরতে ঈগলের চেষ্টা!

সাধারণত ঈগল ছোঁ মেরে ছোটো ছোটো প্রাণীকে তুলে নিয়ে যায়। কিন্তু তাই বলে আস্ত একটা মানুষকেই তুলে নেয়ার চেষ্টা করবে? এটা কি ভাবা যায়? হ্যাঁ, তাই-ই হয়েছে! এই অভাবনীয় কাণ্ডটি ঘটেছে অস্ট্রেলিয়ার একটি পার্কে।

অস্ট্রেলিয়ার অ্যালিস স্প্রিং ডেজার্ট পার্কে পাখিদের একটি প্রদর্শনী চলার সময় হঠাৎই এক বাচ্চা ছেলের ওপর ঝাঁপিয়ে পড়ে একটি ঈগল।

ছেলেটির বয়স আনুমানিক ৬-৮ বছর হবে বলে জানিয়েছে বিবিসি অস্ট্রেলিয়া। সবুজ রঙের হুডি (মাথা ঢাকা বিশেষ ধরণের পোশাক) পরা ছেলেটির মাথায় ধারালো নখ দিয়ে খামচে ধরে টানতে থাকে উন্মত্ত পাখিটি।

অাতঙ্কিত সেই পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে একজন প্রত্যক্ষদর্শীরা জানান, ১৫ মিটার দূর থেকে ছেলেটিকে লক্ষ্য করে উড়াল দেয় ঈগলটি। বাচ্চা ছেলেটিকে একটি ছোটো প্রাণীর মতোই ছোঁ মেরে তুলে নেয়ার চেষ্টা করেছিলো পাখিটি।

“পার্কের অন্য লোকজন আসার আগ পর্যন্ত চলতে থাকে ঈগল-বালক টানাটানি। ছেলেটির ততোক্ষণে রক্তারক্তি অবস্থা।”

অবশ্য ক্ষুরধার নখের ঈগল বাচ্চাটির গুরুতর কোনো ক্ষতি করতে পারেনি।

ঈগলটির এই আচরণের পর দ্রুত প্রদর্শনী বন্ধ ঘোষণা করা হয় এবং কেনো ঈগলটি এমন হিংস্র আচরণ করলো তা খতিয়ে দেখতে তদন্ত হবে বলে জানিয়েছে পার্ক কর্তৃপক্ষ।



মন্তব্য চালু নেই