ছোট্ট একটি কাজে মুছে যাবে সারাজীবনের গুনাহ!

গুনাহ করে যতই আফছোস করি না কেন আল্লাহ পাক যদি ক্ষমা না করেন তাহলে আমরা কেউই রক্ষা পাব না। তবে আমরা তবে আশার কথা হচ্ছে গুনাহ থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে তা মহান আল্লাহ তা’য়ালা পবিত্র কোরআনের মাধ্যমে বান্দাদের শিখিয়ে দিয়েছেন।

পরকালের আজাব-গজবের ভয়ে আল্লাহর স্মরণ ও নিজের অক্ষমতার জন্য অনুশোচনা করে তওবা করলে জীবনের সকল পাপ থেকে আল্লাহ পাক আপনাকে মুক্তি দিতে পারেন।

আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে এই প্রসঙ্গে বলেন, যারা তাওবা করে, ঈমান আনয়ন করে এবং ভালো কাজ করে আল্লাহ তায়ালা তাদের খারাপ কাজগুলোকে ভাল কাজ দ্বারা পরিবর্তন করে দেবেন। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু আর যারা তাওবা করে এবং নেক কাজ করে আল্লাহর প্রতি তাদের তাওবাই সত্যিকারের তাওবা। (সূরা ফুরকান : ৭০-৭১)

অর্থ্যাৎ তওবা’ই পাপ মুক্তির অন্যতম উপায় হতে পারে। তবে তওবা করার সঠিক পদ্ধতি জেনে তওবা করা উচিত। এবং খেয়াল রাখতে হবে যে পাপের জন্য আপনি তওবা করছেন সেই পাপ যদি পুনরাবৃতি ঘটে তাহলে আপনি তাহলে আপনার পাপ মোছন হবে না।



মন্তব্য চালু নেই