ছোট পোশাক পরায় মহিলাকে ‘স্লাট’ সম্বোধন করলো অটোওয়ালা!

মেয়েরা কত লম্বা পোশাক পরবে, সে নিয়ে হিসেব নিকেশ আজও চলছে এদেশে। কত বড় পোশাক পরলে সেটা ভদ্রতা হয়, সেই মাপকাঠিও নির্ধারণ করে দেন অনেকেই। কুর্তা পরেছেন, ওড়না আছে তো? টপ পরেছেন, ‘স্কিনি’ নয় তো? ছোট ঝুলের ড্রেস পরেছেন, পা ঢাকা নেই কেন? এসব প্রশ্ন আসতেই থাকে। সম্প্রতি বেঙ্গালুরুর এক ছাত্রীকে ঠিকভাবে পোশাক পরতে বললেন অটোওয়ালা।

ঐশ্বর্য সুব্রহ্মনিয়াম অটোতে যাচ্ছিলেন। আচমকা অটোওয়ালা তাঁকে উদ্দেশ্য করে বলে, কেন ছোট পোশাক পরেছেন তিনি। ঐশ্বর্যা উত্তর দিয়ে বলেন, তিনি কিরকম পোশাক পরবেন না পরবেন তা বলার অধিকার নেই। সঙ্গে সঙ্গে অটোওয়ালা তাঁকে অটো থেকে নেমে যেতে বলে ও ‘স্লাট’ বলে উল্লেখ করে। বচসা চলছে দেখে সেখানে জড় হয় বেশ কয়েকজন। তারা সবাই অটোওয়ালাকেই সমর্থন করে বলে জানিয়েছেন ঐশ্বর্যা। তিনি ফেসবুকে এই ঘটনার কথা জানিয়েছেন। তাঁর পরিচিত দু’জন এসে যাওয়ায় পরিস্থিতি আয়ত্তে আসে।



মন্তব্য চালু নেই