ছোট স্কার্ট পড়ায় শতাধিক শিক্ষার্থীকে বাড়ি পাঠিয়ে দিলো যুক্তরাজ্যের স্কুল

‘অতিরিক্ত ছোট স্কার্ট’ পড়ার অভিযোগ এনে শতাধিক ছাত্রীকে বাড়িতে ফেরত পাঠিয়েছে যুক্তরাজ্যের একটি স্কুল।

শুক্রবার হেটফর্ডশায়ারের ট্রিং স্কুল এর এমন পদক্ষেপে ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষার্থীদের অভিভাবকরা। স্কুল কর্তৃপক্ষ জানায়, পোশাকের কারণে মেয়েদেরকে তাদের সহপাঠীদের সঙ্গে বসতে দেয়া হয়নি এবং তাদের অভিভাকদের কাছে পাঠিয়ে দেয়া হয়।

আইটিভিকে দেয়া এক সাক্ষাতকারে একজন অভিভাবক জানান, তার মেয়ে গত বছর যে স্কার্ট পড়ে স্কুল করতো সেটাই পড়েছে। লিসা থমসন নামে এক অভিভাবক বলেন, ‘আমার কাছে এটা খুবই অদ্ভুত লেগেছে যে তাকে তার ক্লাসে বসতে দেয়া হয়নি এ্তই কারণে যে তার পোশাক ঠিক ছিলো না। অথচ আমি সকালবেলা তাকে সঠিক পোশাকেই পাঠিয়েছি বলে মনে করি।’

তবে স্কুল কর্তৃপক্ষ জানায়, নারীদের পোশাকের ব্যাপারে তারা সবসময়ই সচেতন। তাদের ওয়েবসাইটেও বলা আছে মেয়েদের স্কার্ট অবশ্যই কালো রংয়ের এবং হাটু পর্যন্ত হতে হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্যু কলিংস বিবিসিকে বলেন, ‘আমরা সবসময়ই বলে আসছি যে ক্লাসে ঢোকার আগে অবশ্যই শিক্ষার্থীরা তাদের সঠিক পোশাক পড়ে আসবে। যদি শিক্ষার্থীরা এখনই বাড়িতে গিয়ে পোশাক পরিবর্তন করে আসতে পারে তবে আমরা তাদের স্বাগত জানাবো।’

সূত্র: টাইম ম্যাগাজিন



মন্তব্য চালু নেই