ছয় দফা দাবিতে সিরাজগঞ্জ কলেজ শিক্ষক সমিতির স্মারকলিপি

নতুন জাতীয় বেতন স্কেলে এমপিও ভুক্ত, পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদানসহ ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে সিরাজগঞ্জ বেসরকারি কলেজ শিক্ষক সমিতির পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে।

শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্নার হাতে এই স্মারক লিপি তুলে দেয়া হয়।
এ সময় অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না তাদের এই দাবির প্রতি সংহতি জানিয়ে সমর্থন জ্ঞাপন করেন।

এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে জেলা বেসরকারি কলেজ শিক্ষক সমিতির আহবায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান তালুকদারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদস্য সচিব অধ্যাপক রহমতুল্লাহ আয়ুব, অধ্যাপক সমীর কুমার পাল, অধ্যাপক আসলাম হোসেন প্রমুখ।

এ সময় শিক্ষকরা বলেন, “এবার নতুন পে-স্কেলে বেসরকারি শিক্ষকদের প্রতি সরকারের বৈষম্যমূলক আচরন লক্ষ্য করা যাচ্ছে। কেনোনা পে-স্কেল কমিটি সুপারিশ করেছে সরকারি কর্মকর্তা-কর্মচারিসহ অন্যান্যরা খুব শীঘ্রই নতুন পে-স্কেলে অর্ন্তভূক্ত হবেন।

তবে বেসরকারি স্কুল-কলেজ-মাদ্রসার শিক্ষকরা তাদের ছাত্র-ছাত্রীদের কাছ থেকে আদায় করা বেতন সরকারি কোষাগারে জমা দেবার ছয় মাস পর থেকে নতুন পে-স্কেলে অর্ন্তভূক্ত হবেন।

পাশাপাশি তাদের চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া ঈদ বোনাস যা দেয়া হয় তা বাস্তব সম্মত নয়। যে কারনে তাদের আন্দোলন করতে হচ্ছে।”



মন্তব্য চালু নেই