ছয় মারতে গিয়ে আউট হলেন নাসির

বিপিএলের পঞ্চম দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হয়েছে ঢাকা ডাইনামাইটস।

শনিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা ৭ টায় শুরু হয়েছে ম্যাচটি। এদিন টসে হেরে ব্যাট করতে নেমেই প্রথম ওভারে উড়ান্ত সূচনা করে মেহেদী মারুফ।

তবে সেই উড়ান্ত সূচনা দ্বিতীয় ওভারের আগেই থেমে যায়। প্রথম ওভারে মাত্র ১টি ছক্কা এবং ১টি চার হাঁকিয়ে আউট হয়ে যান।

এরপর ক্রিজে এসে ওপেনার সাঙ্গাকারার সাথে ঝড় তুলেন আইকন নাসির হোসেন। তার ঝড়ও বেশিক্ষণ টিকেনি। রংপুরে অল রাউন্ডার পাকিস্তানি ক্রিকেটার শহিদ আফ্রিদির বলে ছক্কা মারতে গিয়ে রুবেল হোসেনের হাতে ক্যাচ তুলে দেন নাসির।

এরপরে ক্রিজে এসেছেই আফ্রিদির বলে আউট হয়ে শূন্য রানে সাজঘরে ফিরেন যান রবি বোপারা। দলীয় ৪১ রানের মাথায় সোহাগ গাজীর বলে আউট হন সাঙ্গাকারা। শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকার সংগ্রহ ১৬ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১২০ রান।



মন্তব্য চালু নেই