জঙ্গল সম্মিলনী আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের কার্যক্রম উদ্বোধন

বহু প্রতিক্ষার পর অবশেষে আলোর মুখ দেখল রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল সম্মিলনী আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ। ক্লাস ও যাত্রা শুরু উপলক্ষে বুধবার সকালে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।

কলেজের কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠান জঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে প্রথম ক্লাস ও কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ শশধর ঘোষের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, বালিয়াকান্দি কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ আব্দুস সাত্তার খান, প্রভাষক অরবিন্দু কুমার রায়, জঙ্গল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নারদ চন্দ্র বাছাড়, শিক্ষক কানাই লাল মন্ডল, দিলীপ ভট্রাচার্য্য, শিক্ষক রুপচাদ ঘোষ, দিলীপ কুমার মন্ডল, পার্থ কুমার সরকার, ছাত্র বিপ্লব সরকার, ঋতু বর্ণা প্রমুখ। কলেজটি ৫০ জন ছাত্র-ছাত্রী নিয়ে যাত্রা শুরু করল।

প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে খাতা ও কলম নিজেদের অর্থে প্রদান করেন, বালিয়াকান্দি প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ জাহিদুর রহিম ও জঙ্গল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নারদ চন্দ্র বাছাড়। উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও জঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাস শিক্ষার্থীদের পোশাক প্রদানের আশ্বাস দেন।



মন্তব্য চালু নেই