জঙ্গিদের পক্ষে না লড়তে আইনজীবীদের প্রতি আহ্বান

জঙ্গিদের আইনি সহায়তা না দিতে আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি আইনজীবীদের উদ্দেশে বলেছেন, জঙ্গিদের পক্ষে কালো কোট পড়ে দাঁড়াবেন না। তাহলে জনগণ ধিক্কার দেবে। বাংলাদেশের বিরুদ্ধে গেলে তাদের পক্ষে দাঁড়াবেন না।

বৃহস্পতিবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির উদ্যোগে সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় সম্পর্কে আইনমন্ত্রী বলেন, ‘আমি সাব-জুডিস মেটারে কথা বলি না। আমরা আপিল বিভাগে লিভ টু আপিলের জন্য একটি আবেদন করেছি। তবে একটা বিষয়ে নিশ্চয়তা দিতে পারি, অবশ্যই আমরা ৭২ এর সংবিধানে ফিরে যাব।’

আইনমন্ত্রী দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনের সভাপতিত্বে আলোচনা সভায় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার, সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, সুপ্রিম কোর্ট বারের প্রাক্তন সভাপতি এ এফ এম মিসবাহ উদ্দিন, ঢাকা ইউনিভার্সিটি লইয়ার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলী আহমেদ খোকন প্রমুখ বক্তব্য রাখেন।



মন্তব্য চালু নেই