জঙ্গি দমনে ভূমিকা রাখায় এসপির স্ত্রীকে হত্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘হেড কোয়ার্টারে কর্মরত পুলিশ সুপার ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাবেক উপ-কমিশনার বাবুল আক্তার যেভাবে জঙ্গি দমনে ভূমিকা রেখেছেন তার ওপর ভিত্তি করে জঙ্গিদের কেউ তার স্ত্রী মাহমুদা খানম মিতুকে হত্যা করে থাকতে পারে ধারণা করা হচ্ছে।’ তবে এ ধারণা সত্য নাও হতে পারে। সঠিক তথ্য উদঘাটনের জন্য গোয়েন্দারা তদন্ত করছে বলে জানান তিনি।

চট্টগ্রামের সাতকানিয়ার বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে ৮৮তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ ও শপথ পাঠ আনুষ্ঠানে রবিবার (৫ জুন) বেলা ১২টার দিকে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বাবুল আক্তারের মতো অন্য যে সব পুলিশ কর্মকর্তা ও সদস্য জঙ্গি এবং সন্ত্রাসবাদ মোকাবেলায় ভূমিকা রাখছেন তাদের পরিবারের নিরাপত্তা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘যারা জঙ্গি ও সন্ত্রাসবাদ মোকাবেলায় ভূমিকা রাখছেন তাদের পরিবারের নিরাপত্তার বিষয়টি আমাদের চিন্তার মধ্যে রয়েছে। আমরা গুরুত্ব সহকারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সে সব পরিবারের নিরাপত্তার বিষয়টি দেখছি।’



মন্তব্য চালু নেই