এখনো জঙ্গি হামলার আশঙ্কা আছে : ডিএমপি কমিশনার

জঙ্গিদের সক্ষমতা কমে গেলেও এখনো তাদের হামলার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া।

আজ সোমবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রধান কার্যালয়ে গুলশান হামলায় নিহত দুই পুলিশ কর্মকর্তার পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার সময় এ আশঙ্কা প্রকাশ করেন ডিএমপি কমিশনার।

আছাদুজ্জামান মিয়া আরো বলেন, এসব হামলা প্রতিহত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে।

নিজের বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, অকাট্য প্রমাণ সংগ্রহ করেই হলি আর্টিজান মামলার অভিযোগপত্র দেওয়া হবে, যেন জঙ্গি ও তাদের মদদদাতারা আইনের ফাঁক গলে পার না পেয়ে যায়।

অনুষ্ঠানে নিহত জ্যেষ্ঠ সহকারী কমিশনার রবিউল করিমের স্ত্রী ও মা এবং পুলিশ পরিদর্শক সালাহউদ্দিন খানের স্ত্রীর হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। এ সময় সাইফ পাওয়ারটেকের পক্ষ থেকে প্রতি পরিবারকে ১০ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।



মন্তব্য চালু নেই