জঙ্গি হামলার গুজব ছড়ালে ব্যবস্থা : ডিএমপি কমিশনার

জঙ্গি হামলার গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। বৃহস্পতিবার ডিএমপি হেড কোয়ার্টার্সে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কমিশনার বলেন, একটি কুচক্রী মহল বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, মোবাইলে এসএমএসের মাধ্যমে জঙ্গি হামলার বিষয়ে গুজব ছড়াচ্ছে। এ ধরনের গুজব ছড়ানো ফৌজদারি অপরাধ। পুলিশ সামাজিক গণমাধ্যমে নিয়মিত নজরদারি করছে। যারা এ ধরনের গুজব ছড়াচ্ছে, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, সরকার ও পুলিশের পক্ষ থেকে জঙ্গি দমনে দেশব্যাপী বিভিন্ন ব্যবস্থা নেয়া হয়েছে। সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে জঙ্গিদের মোকাবেলা করা হবে। সম্প্রতি সরকারের নির্দেশে প্রতিটি এলাকায় জঙ্গিবিরোধী কমিটি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কমিটিতে রাজনীতিবিদ, সাংবাদিক, ওয়ার্ড কাউন্সিলর, আইনজীবী ও পুলিশ থাকবে উল্লেখ করে জঙ্গিবিরোধী এই কমিটিকে সঙ্গে নিয়ে জঙ্গিদের প্রতিরোধ করা হবে বলে জানান কমিশনার।



মন্তব্য চালু নেই