জঙ্গি হামলায় ফের বিশ্ব মিডিয়ায় বাংলাদেশ

গত (১ জুলাই) শুক্রবার ঢাকার গুলশানের জঙ্গি হামলা আন্তর্জাতিক গণমাধ্যমের শীর্ষে স্থান দিয়েছিল বাংলাদেশকে। আজ (৭ জুলাই) বৃহস্পতিবার ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়ার ঈদগাহের বোমা হামলায় আবারো আন্তর্জাতিক মিডিয়ার শীর্ষে উঠে এলো বাংলাদেশের নাম।

দেশের সবচেয়ে বড় শোলাকিয়া ঈদগাহ ময়দানের প্রবেশপথে সকাল ৯ টার দিকে জঙ্গিদের সঙ্গে গোলাগুলিতে দুই পুলিশ সদস্য, হামলাকারী জঙ্গি ও এক নারী নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরো বেশকয়েকজন পুলিশ সদস্য। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ময়মনসিংহ ও ঢাকায় পাঠানো হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশের সঙ্গে জঙ্গিদের গোলাগুলি চলছে। হামলার ‍কিছুক্ষণের মধ্যেই জঙ্গিরা পাশের আজিমুদ্দিন হাইস্কুলের পাশের একটি ভবনে আশ্রয় নেয়। এর চারদিক ঘেরাও করে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁর ঐ ভয়াবহ হামলায় দেশি-বিদেশি ও জঙ্গিসহ নিহত হয়েছিলেণ মোট ২৮ জন।ঐ ঘটনায় মাত্র ৬ দিনের ব্যবধানে ঈদগাহে হামলায় বাংলাদেশ আবারো শিরোনাম হয়েছে আন্তর্জাতিক সমস্ত বড় বড় সংবাদমাধ্যমে-

আলজাজিরার খবরে শিরোনাম করেছে- বাংলাদেশে ঈদগাহ ময়দানের পাশে বোমা হামলায় পুলিশ নিহত।

এবিসি নিউজের সংবাদের শিরোনাম ছিল- বাংলাদেশে বোমা হামলা, ঈদের নামাজের সময় বন্দুকযুদ্ধে নিহত ৪

এনডিটিভির শিরোনাম হচ্ছে- বাংলাদেশে ঈদের জামাতে বোমা হামলায় নিহত ৩, জঙ্গি আটক।

সিএনএনের খবরে শিরোনাম হয়েছে- বাংলাদেশে ঈদের জামাতে বন্দুকধারীর গুলিবর্ষণ

ফক্স নিউজ শিরোনাম করেছে- বাংলাদেশে ঈদের নামাজে বোমা হামলায় নিহত ২,আহত আরও কয়েকজন।

দ্য গার্ডিয়ান শিরোনাম করেছে- বাংলাদেশের ঈদের নামাজে পুলিশের সাথে জঙ্গিদের গুলিবিনিময়।

দ্য নিউইয়র্ক টাইমস শিরোনাম করেছে- বাংলাদেশের বৃহত্তম ঈদগাহে বোমা হামলায় নিহত কমপক্ষে ১ জন।

রয়টার্সের খবরে শিরোনাম হয়েছে- বাংলাদেশে ঈদের উৎসবে জঙ্গি হামলায় নিহত ২, আহত ৯।



মন্তব্য চালু নেই