জনগণের ভোটেই নৌকার জন্ম হয়েছে : শেখ হাসিনা

জনগণের ভোটেই নৌকার জন্ম হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ জনগণের সংগঠন, জনগণের ভোটেই জন্ম হয়েছে নৌকার।’

ফরিদপুরের সরকারী রাজেন্দ্র কলেজ মাঠে আজ বুধবার বিকেলে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করে বলেছেন, বিএনপি ক্ষমতাসীন থাকাকালে সারা দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।

তিনি আরো বলেন, বিএনপি বাস-ট্রাকে আগুন দিয়ে পাঁচ শতাধিক মানুষ পুড়িয়ে মেরেছে।

প্রধানমন্ত্রী জনসভায় তার সরকারে বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিবরণ তুলে ধরেন।

শেখ হাসিনা আরো বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম কখনও জঙ্গিবাদকে সমর্থন করে না। জঙ্গিরা ইসলামকে হেয় করছে। বিশ্বব্যাপী মুসলমানদের মান-সম্মান নষ্ট করছে। এ ব্যাপারে ইমাম, ধর্মীয় পণ্ডিতসহ সমাজের সর্বস্তরের মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

বুধবার বিকালে ফরিদপুরের জনসভায় তিনি এসব কথা বলেন। স্থানীয় সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আওয়ামী লীগ এই জনসভার আয়োজন করে।

সাম্প্রতিক দেশে সংঘটিত জঙ্গিবাদী কর্মকাণ্ডের দিকে ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, ‘ইসলাম আত্মহননের পথ বেছে নেয়া কখনো সমর্থন করে না। এই জঙ্গিবাদ ইসলামকে বিশ্বব্যাপী হেয় করছে। মুসলমানদের মান-সম্মান নষ্ট করছে। এ ব্যাপারে প্রত্যেককে সোচ্চার হতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে সে ব্যাপারে খোঁজখবর রাখবেন। আপনাদের সন্তানদেরকে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের পথ থেকে রক্ষা করবেন।’ এ সময় তিনি স্কুল-কলেজে কোন কোন শিক্ষার্থী অনুপস্থিত থাকছে সে ব্যাপারে শিক্ষকদের সতর্ক থাকতে বলেন।



মন্তব্য চালু নেই