জনগনের যোগ্য প্রতিনিধি মাগুরার সাবেক চেয়ারম্যান বাকিবিল্লাহ সান্টু

মাগুরা প্রতিনিধি : তথ্য প্রযুক্তি ও আউটসোর্সিং বিষয়ক প্রশিক্ষক সোহেল রানার সাথে নিছক প্রশিক্ষণ দেখতে যশোর গিয়েছিলেন মাগুরার কছুন্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাকি বিল্লাহ সান্টু। বুধবার (১০ আগস্ট) বিকালে দু’বন্ধু একসঙ্গে ফিরছেন বাসে চড়ে। মাগুরার সীমাখালী পাড় হয়ে আড়পাড়ার দিকে আসার পথেই হলো বিপত্তি। ঝড় বৃষ্টিতে রাস্তার উপর গাছ পড়ে গাড়ি চলাচল বন্ধ।

এ সময় বাইরে তুমুল বৃষ্টি। সবাই ভাবছেন এখন উপায়? একজন যুবক বৃষ্টি মাথায় করে বাস থেকে নেমেই চলে গেলেন পাশের গ্রামে। সেখান থেকে একটি কুঠার সংগ্রহ করে নিজেই লেগে গেলেন গাছ কাটতে। কিছুক্ষণের মধ্যেই রাস্তাা পরিস্কার। গাড়ি চলাচল শুরু। উপস্থিত সবাই তো অবাক। এই ঝুম বৃষ্টিতে নিজের হাতে গাছ কাটছে সুঠাম যুবকটি কে?

তিনি আর কেউ নন। সাবেক চেয়ারম্যান নিজেই। এ সময় উপস্থিত অনেককেই বলতে শোনা গেছে জনপ্রতিনিধি সেতো এমনই হতে হয়। যদিও গত টার্মে মাগুরার কনিষ্ঠতম ইউপি চেয়ারম্যান সান্টু এ বছর দলীয় নমিনেশন না পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হতে পারেনি। তাতে কি? নেতৃত্ব দিতে কি শুধু চেয়ারম্যান নির্বাচিতই হতে হয়?



মন্তব্য চালু নেই