‘জন কেরির ফোনে চাপ অনুভব করছে না সরকার’

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির টেলিফোনে সরকার কোনো চাপ অনুভব করছে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শুক্রবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের দুই দিনব্যাপী ২১তম বার্ষিক জেলা কনভেনশন উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার মার্কিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। এ সময় মার্কিন দূতাবাসের প্রাক্তন প্রটোকল কর্মকতা জুলহাজ মান্নানের খুনিদের গ্রেপ্তার করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান জন কেরি।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘তারা (যুক্তরাষ্ট্র) আমাদের সহযোগিতার কথা বলেছেন। আমাদের কাজ আমরা করব। সরকার কোনো চাপ অনুভব করছে না।’

আইনমন্ত্রী আরো বলেন, ‘যেকোনো অস্বাভাবিক মৃত্যু আমাদের ব্যথিত করে। সরকার সুষ্ঠু তদন্ত করছে। অপরাধীদের শাস্তি দেওয়া হবে। অতিদ্রুতই তদন্তের উদ্যোগ নেওয়া হবে। জুলহাজ মান্নান হত্যার ধরন একটু ভিন্ন। কিছু আলামত পাওয়া গেছে।

এ সময় নিষ্পত্তি হয়ে যাওয়া ১৬৮টি মামলার পুনঃশুনানি প্রসঙ্গে জানতে চাইলে আইনমন্ত্রী তা এড়িয়ে যান।

এ প্রসঙ্গে তিনি ‍শুধু বলেন, ‘বিষয়টি আমি বিস্তারিত জানি না। বিস্তারিত জেনে জানাতে পারব।’



মন্তব্য চালু নেই