জবানবন্দি দিতে আদালতে হাজির হচ্ছেন সালমান

‘হিট অ্যান্ড রান’ মামলা থেকে অব্যাহতি পেলেও বেআইনি অস্ত্র মামলা থেকে এখনো রেহাই পাননি বলিউডের তারকা অভিনেতা সালমান খান। কৃষ্ণসার হরিণ হত্যা এবং বেআইনি অস্ত্র মামলার জবানবন্দি দিতে ১০ মার্চ, বৃহস্পতিবার যোধপুর আদালতে হাজির হচ্ছেন এ অভিনেতা। গত ৩ মার্চ যোধপুরের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত ১০ মার্চ জবানবন্দি গ্রহণের দিন ধার্য করেছিলেন।

মামলার জবানবন্দি দিতে বৃহস্পতিবার সকালে যোধপুরের উদ্দেশ্যে রওনা হন সালমান খান। আদালতে হাজির হওয়ার পর এ তারকার জবানবিন্দ গ্রহণ করবেন আদালত।

কৃষ্ণসার হরিণ হত্যা এবং বেআইনি অস্ত্র মামলাটি গত ১৮ বছর ধরে চলে আসছে। ১৯৯৮ সালে হিন্দি সিনেমা হাম সাথ সাথ হ্যায় শুটিং চলাকালীন যোধপুরের কাছে কঙ্কনী গ্রামে বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ ওঠে সালমান সহ আরো কয়েকজন বলিউড অভিনেতার বিরুদ্ধে।

সালমানের বিরুদ্ধে বেআইনি অস্ত্র রাখারও অভিযোগ ওঠে। অভিযোগ, তার কাছে যে আগ্নেয়াস্ত্র ছিল তার লাইসেন্সের মেয়াদ ফুরিয়ে গিয়েছিল।

সে সময় পুলিশের কাছে সালমানের বিরুদ্ধে সংরক্ষিত কৃষ্ণসার হরিণ শিকারে জড়িত থাকার অভিযোগও দায়ের করা হয়।



মন্তব্য চালু নেই