জবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ মিছিল

ইয়াজিম ইসলাম পলাশ, রাবি প্রতিনিধি: হলের দাবিতে আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাবি শাখা ছাত্র ইউনিয়ন। শনিবার দুপুর ১২ টায় মিছিলটি দলীয় টেন্ট থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টুকিটকি চত্ত্বরে এসে মিলিত হয়।

সমাবেশে রাবি শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মিনহাজুল আবেদীন বলেন, শিক্ষার্থীদের প্রাণের দাবি হলো হল, এটা তাদের অধিকার। তাদের এই আন্দোলনে যদি পুলিশ বা সরকারী ছাত্র সংগঠন দ্বারা দমানোর চেষ্টা করা হয় তাহলে সকল পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে গণআন্দোলন করা হবে এমনকি ধর্মঘট ডাকা হবে বলে জানান তিনি। এই আন্দোলনের নেতা রুহুলসহ আহতদের প্রতি সমবেদনাও জানান তিনি।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জোতির্ময় চক্রবর্তী, রাজশাহী মহানগর এর আহবায়ক এ.এইচ. এম জুয়েল খানসহ প্রমুখ।



মন্তব্য চালু নেই