জমি নিয়ে বিরোধ: মা, অন্তঃসত্ত্বা মেয়েসহ তিনজনকে কুপিয়ে হত্যা

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নে মা, তার অন্তঃসত্ত্বা মেয়েসহ তিনজনকে কুপিয়ে হত্যা করার খবর পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয় লোকজন নিহত মায়ের দেবরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

মঙ্গলবার রাত ৯টার দিকে ইউনিয়নের বীরসিংহপাড়ায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বীরসিংহ গ্রামের তাহের মিয়া এবং তার ভাই সৌদি আরব প্রবাসী গিয়াস উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে মঙ্গলবার রাতে তাহের মিয়া ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে গিয়াস উদ্দিনের স্ত্রী জাহানারা বেগম (৪০) ও তার মেয়ে শারমিন বেগমকে (২৭) জবাই করে।

এ সময় তাদের প্রতিবেশী শিমুল মিয়া (২৫) এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়। ঘটনাস্থলেই মারা যান জাহানারা বেগম। মুমূর্ষু অবস্থায় শারমিন ও শিমুলকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তারা সেখানে মারা যান।

হামলায় আহত হয়েছেন জাহানারার ছেলে সুজাত মিয়া (১৩)। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। তার অপর ছেলে আরিফ মিয়া জার্মান প্রবাসী।

সহকারী পুলিশ সুপার রাসেলুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।



মন্তব্য চালু নেই