জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ব্যবসা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিয়েছে প্রতিপক্ষ গ্রুপ

ফরিদপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিয়েছে প্রতিপক্ষ গ্রুপ। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে ফরিদপুর জেলার সালথা উপজেলার মাঝারদিয়া বাজারে।

এলাকাবাসী জানায়, আজিজুল হক মোল্যার সাথে একই এলাকার মতিয়ার রহমান (সাবেক মেম্বর) এর সাথে দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে রবিবার দুপুরে আজিজুল হক মোল্যার লোকজন মতিয়ার রহমানের ভাইদের ব্যবসা প্রতিষ্ঠন পোল্টি মুরগি’র ব্যবসা, ডেকোরেটর ও আইস ফ্যাকটারীতে তালা ঝুলিয়ে দিয়েছে।

এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় বড় ধরনের কোন ঘটনা ঘটতে পারে বলে ধারনা করছে এলাকাবাসী।
ব্যবসা প্রতিষ্ঠানে তালা দেওয়া প্রসঙ্গে আজিজুল হক মোল্যা বলেন, মতিয়ার রহমানরা জমি বিক্রয় করে টাকা নিয়েছে। রবিবার জমি দলিল করে দেওয়ার কথা থাকলেও তারা জমি লিখে দেয়নি। সেই কারনে তালা দিয়েছি।

এদিকে মতিয়ার রহমান বলেন, ৩০লাখ টাকার জমি আমাদের কাছ থেকে ৪লাখ টাকা দিয়ে জোর করে লিখে নিতে চায়। জমি লিখে না দেওয়ার আমাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে।

এদিকে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডি. এম. বেলায়েত হোসেন বলেন, দোকানে তালা দেওয়ার বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে কোন অভিযোগ পাইনি।



মন্তব্য চালু নেই