জলধার নয়, আগুনঝর্ণা যুক্তরাষ্ট্রে!

পাহাড় থেকে যে ঝর্ণাধারা নেমে আসে সাধারণ তা জলধারই হয়ে থাকে। কিন্তু আগুণের ঝর্ণাধারা! কেউ কি কখনো দেখেছি বা শুনেছি? না দেখিনি, শুনিও নি। তবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ইয়োসেমিটি জাতীয় উদ্যানে গেলেই দেখা যাবে ওই অদ্ভূত দৃশ্যটি।

এটি ‘এল ক্যাপিতান’ পর্বত থেকে বেরিয়ে আসা সাধারণ পানিরই একটি ঝর্ণা। কিন্তু ফেব্রুয়ারি মাসে অস্তগামী সূর্যের আলো বিশেষ কোণ থেকে এসে পড়ার কারণে একে আগুনের ঝর্ণা বলে ভ্রম হয়।

মানে সূর্যের আলোতে ওই ঝর্ণার পানি আগুনের মত লাল হয়ে যায়। তাই প্রতিবছর ফেব্রুয়ারি মাসেই ইয়োসেমিটি উদ্যানে এই আগুনের ঝর্ণাটি দেখা যায়।

তবে ফেব্রুয়ারি মাস হলেই যে আগুনঝর্না দেখা যাবে তা কিন্তু নয়। এটি নির্ভর করে ঝর্ণায় পানির পরিমাণ আর মেঘের আনাগোনার উপর। তবে কারণ যাই হোক, আগুনের মত ঝর্ণা দেখার জন্য পার্কে ভিড় জমাচ্ছেন অনেক দর্শক। ওই আগুনঝর্ণার ছবি তুলে ফেসবুকে শেয়ারও করেছেন অনেকে।



মন্তব্য চালু নেই