জলবায়ু পরিবর্তনে চরম দারিদ্র্যে পতিত হবে ১০ কোটি মানুষ

জলবায়ু পরিবর্তনের কারণে ২০৩০ সালের মধ্যে প্রায় ১০ কোটি মানুষ চরম দারিদ্র্যে পতিত হবে বলে আশঙ্কা করছে দাতা সংস্থা বিশ্বব্যাংক। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, ২০১৫ সালে বিশ্বব্যাপী প্রাকৃতিক দুর্যোগের কারণে সম্পদের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৯ হাজার ২০০ কোটি মার্কিন ডলার।

জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিশ্বব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। ‘আনব্রেকেবল: বিল্ডিং দ্য রেজিলিয়ন্স অব দ্য প্যাস অব ন্যাচারাল ডিজাস্টার’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে বিশ্বব্যাংক। শুক্রবার বিশ্বব্যাংকের সদর দফতর ওয়াশিংটন থেকে এটি প্রকাশ করা হয়।

এতে বলা হয়, জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে দরিদ্র মানুষ। আগামী বছর জলবায়ু সংক্রান্ত কোনো ক্ষতি না হলে বিশ্বের অন্তত ২ কোটি ৬০ লাখ মানুষের দারিদ্র্য ঘুচবে বলে দাবি করেছে সংস্থাটি।

বিশ্বব্যাংক বলছে, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ ব্যাপক আর্থিক ঝুঁকির মধ্যে রয়েছে। এতে বলা হয়েছে, ২০১৫ সালে বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগে ৩৬ কোটি ডলার মূল্যমানের সম্পদ ক্ষতি হয়েছে। এ সময় দুর্যোগে সার্বিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১৫০ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২ হাজার কোটি টাকা।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রাকৃতিক দুর্যোগ আর্থিক ক্ষতির পাশাপাশি দরিদ্র মানুষের আরও অনেক সুযোগ নষ্ট করে। এক বছরে ৫২ হাজার কোটি ডলার সমমূল্যের সুযোগ নষ্ট হচ্ছে প্রাকৃতিক দুর্যোগে। সঠিক নীতিমালা নেয়া হলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করে বিশ্বের ১০ হাজার কোটি ডলার সাশ্রয় সম্ভব বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।



মন্তব্য চালু নেই