জাককানইবিতে ‘সেলফ এ্যাসেসমেন্ট প্রোসেস’ শীর্ষক ওয়ার্কশপ

মোঃ ওয়াহিদুল ইসলাম : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়(জাককানইবি)-তে আজ ১৫ ফেব্রুয়ারি (বুধবার) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে ‘ওয়ার্কশপ অন সেলফ এ্যাসেসমেন্ট প্রোসেস’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের বর্তমান সরকারের শিক্ষা ব্যবস্থার উপর গুরুত্বরোপ করে বলেন, ‘শিক্ষার ক্ষেত্রে সরকার সবচেয়ে বেশি বরাদ্দ দিয়েছে। এর ফলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউ.জি.সি)ও সেলফ এ্যাসেসমেন্টের উপর যথেষ্ট গুরুত্ব দিয়েছে। শিক্ষার ক্ষেত্রে বেশি সুফল পেতেই (ইউ.জি.সি) প্রযুক্তি নির্ভর এই কর্মসূচী হাতে নিয়েছে। তাই এই ওয়ার্কশপের মাধ্যমে অর্জিত জ্ঞান আপনারা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেবেন’।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন(ইউজিসি)’র হাইয়ার এডুকেশন কোয়ালিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (হেকেপ)-এর আওতায় জাককানইবি’র ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল(আইকিউএসি) এর উদ্যোগে এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

ওয়ার্কশপ-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জাককানইবি’র উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ট্রেজারার প্রফেসর এ এম এম শামসুর রহমান।

ওয়ার্কশপে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সায়েদুর রহমান এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব। ওয়ার্কশপের উদ্বোধনীপর্বটি সঞ্চালনা করেন জাককানইবি’র আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মোঃ সাহাবউদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. রশিদুন্ নবী।

ওয়ার্কশপে আইকিউএসি-এ গবেষণারত শিক্ষক মন্ডলী এবং কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই