জাকাতের টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমার পরিকল্পনা ধর্মমন্ত্রীর

ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেছেন, জাকাত নিতে এসে দেশের আর কোথাও যাতে কারও মৃত্যু না হয়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, জনগণ যাতে জাকাতের টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেন, সে ব্যাপারে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় নির্দেশনা জারি করা হবে।

তিনি রাষ্ট্রীয় ফান্ড থেকে জাকাতের টাকা সঠিকভাবে বিতরণের আশ্বাস দেন।

সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে আজ রবিবার সকালে ময়মনসিংহে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সব কথা বলেন তিনি।

জাকাতের কাপড় নিতে এসে পদদলিত হয়ে নিহত কয়েকটি পরিবারের খোঁজখবর নেন এবং শোক ও সমবেদনা জানিয়ে সহযোগিতার আশ্বাস দেন। পরে তিনি নিহত ২৭ পরিবারের সদস্যদের হাতে নগদ ১০ হাজার টাকা করে তুলে দেন।

এ সময় জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী ও পুলিশ সুপার মঈনুল হক উপস্থিত ছিলেন।

ধর্মমন্ত্রী বলেন, মানুষ অধৈর্যশীল। শৃঙ্খলা বজায় রেখে জাকাত নিলে এমন প্রাণহানির ঘটনা ঘটত না। তিনি জনগণ ও প্রশাসনকে এ ব্যাপারে সুনজর রাখার আহ্বান জানান।



মন্তব্য চালু নেই