জাকির নায়েককে নিয়ে যা বললেন মোদি

এবার ইসলামবিষয়ক বক্তা জাকির নায়েকের ব্যাপারে মুখ খুললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সমালোচনা করলেন জাকির নায়েকের।

সোমবার কেনিয়ার নাইরোবি বিশ্ববিদ্যালয়ে দেওয়া এক বক্তৃতায় নরেন্দ্র মোদি বলেন, ‘ঘৃণা ও সহিংসতার প্রচারকরা আমাদের সমাজ গঠনের প্রতি হুমকি হচ্ছে।’

ভারতের সংবাদমাধ্যম দি ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে। এ সময় চরমপন্থী আদর্শবাদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য তরুণদের প্রতি আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী।

এ ছাড়া পাকিস্তানের প্রতি ইঙ্গিত করে মোদি বলেন, ‘যারা সন্ত্রাসীদের প্রশ্রয় দেয় এবং রাজনৈতিকভাবে ব্যবহার করে তাদের প্রতি নিন্দা জানাই।’

গত ১ জুলাই ঢাকার গুলশানে এক স্প্যানিশ রেস্তোরাঁয় হামলা করে জঙ্গিরা। এতে তিন বাংলাদেশি ও ১৭ জন বিদেশি নাগরিক নিহত হয়। এ ঘটনায় একাধিক জঙ্গিও নিহত হয়। এরপরই বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয় নিহত জঙ্গিদের মধ্যে দুজন জাকির নায়েকের ভক্ত ছিলেন। এরপরই আলোচনায় উঠে আসে জাকির নায়েকের নাম।

তবে জাকির নায়েক এর প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি সন্ত্রাসবাদ বা সহিংসতাকে সমর্থন করি না। আমি কখনো সন্ত্রাসবাদী সংগঠনকে সমর্থন করি না।’



মন্তব্য চালু নেই