জাকির নায়েকের ১০ কার্যালয়ে তল্লাশি

ভারতের ইসলামি বক্তা, লেখক এবং গবেষক জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের ১০টি কার্যালয়ে তল্লাশি শুরু করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। শনিবার সকাল থেকে মুম্বাইয়ে তার ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের কার্যালয়গুলোতে অভিযান শুরু করেছে এনআইএ।

ঢাকার গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্টে হামলার ঘটনার পর থেকেই জাকির নায়েককে নিয়ে বিতর্ক শুরু হয়। এরই অংশ হিসেবে তার পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেয়া হয়। ভারত, বাংলাদেশ ছাড়াও ব্রিটেন এবং কানাডাতেও পিস টিভির সম্প্রচার বন্ধ রয়েছে। মালয়েশিয়াসহ বেশ কয়েকটি দেশ জাকির নায়েকের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে।

গুলশান হামলায় নিহত দুই জঙ্গি টুইটারে জাকির নায়েককে অনুসরণ করত। এমন অভিযোগ ওঠার পর থেকেই জাকির নায়েক এবং তাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত শুরু করে এনআইএ। জাকির নায়েকের বিভিন্ন সময়ের বক্তৃতা, অডিও এবং তার পিস টিভির বিভিন্ন অনুষ্ঠান খতিয়ে দেখা হয়। শুক্রবার রাতে জাকির নায়েকসহ আরো বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছে এনআইএ। বেআইনি কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এই মামলা করা হয়েছে।



মন্তব্য চালু নেই