জাতিসংঘে উড়বে ফিলিস্তিনি পতাকা

এখন থেকে জাতিসংঘে উড়বে ফিলিস্তিনি পতাকা যদিও তারা সংস্থাটির পূর্ণ সদস্য নয়। এতদিন পূর্ণ সদস্য নয় এমন কোনো দেশের পতাকা সেখানে উড়ত না। এক্ষেত্রে ব্যতিক্রম ছিল কেবল ভ্যাটিকান।

ফিলিস্তিনিরা যাতে এই বিশেষ অধিকার না–পায় এ নিয়ে সংস্থাটির ব্যাপক চাপ তৈরি করেছিলেন ইসরায়েলি রাষ্ট্রদূত রন প্রোসর । তবে তার সে প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে গত বৃহস্পতিবার ১১৯-৮ ভোটে পাস হয় প্রস্তাবটি।

জাতিসংঘের সাধারণ পরিষদে অনুষ্ঠিত ভোট অনুষ্ঠানে প্রস্তাবের পক্ষে রায় দেয় ১১৯টি দেশ। বিপক্ষে ভোট দেয় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রসহ আটটি দেশ। ভোট প্রদানে বিরত থাকে যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত দেশসহ মোট ৪৫টি দেশ। একে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেতে ফিলিস্তিনের আরও এক ধাপ এগিয়ে যাওয়া বলে অভিহিত করেছেন জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের দূত রিয়াদ মানসুর।



মন্তব্য চালু নেই