জাতিসংঘে রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি হচ্ছেন মাসুদ বিন মোমেন

সরকার মাসুদ বিন মোমেনকে নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দিয়েছে।
তিনি ড. এ. কে. আবদুল মোমেনের স্থলাভিষিক্ত হবেন। আজ ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।
পেশাদার কূটনীতিক মাসুদ বিন মোমেন বিসিএস (এফএ) ক্যাডারের ১৯৮৫ ব্যাচের সদস্য।
বর্তমানে তিনি জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ইতালীতে রাষ্ট্রদূত ছিলেন।
নিউইয়র্কে তিনি বাংলাদেশ স্থায়ী মিশনে কাজ করেছেন। এছাড়াও তিনি নয়াদিল্লী ও ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।
মোমেন সার্ক সচিবালয়ের একজন পরিচালক হিসেবেও কাজ করেছেন।
মাসুদ বিন মোমেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএসএস করেন। এরপর তিনি যুক্তরাষ্ট্রের টাফট বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে এমএ করেন।
তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক।



মন্তব্য চালু নেই