জাতীয় অধ্যাপকরা সিনিয়র সচিবের বেতন পাবেন

এরপর পর্যায়ক্রমে অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিম, অধ্যাপক নুরুল ইসলাম, অধ্যাপক আবুল ফজল, অধ্যাপক সৈয়দ আলী আহসান, অধ্যাপক শামস-উল-হক, অধ্যাপক দেওয়ান মোহাম্মদ আজরফ, অধ্যাপক ইন্নাস আলী, অধ্যাপক এম আর খান, অধ্যাপক সুফিয়া আহমেদ, অধ্যাপক কবীর চৌধুরী, অধ্যাপক আবদুল মালিক, অধ্যাপক এ কে এম নুরুল ইসলাম, অধ্যাপক এ কে এম আমিনুল ইসলাম, অধ্যাপক তালুকদার মনিরুজ্জামান জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ পান।

সর্বশেষ ২০১১ সালের ১৪ জুন নিয়োগপ্রাপ্তরা হচ্ছেন- অধ্যাপক সরদার ফজলুর করিম, অধ্যাপক এ এফ সালাহউদ্দিন আহমেদ, অধ্যাপক রঙ্গলাল সেন, অধ্যাপক মুস্তফা নুরুল ইসলাম এবং অধ্যাপক শায়লা খাতুন। এদের মধ্যে ২০১৪ সালে তিন জন মারা যান। এরা হচ্ছেন অধ্যাপক সরদার ফজলুল করিম, অধ্যাপক এ এফ সালাহউদ্দিন আহমেদ এবং অধ্যাপক রঙ্গলাল সেন।

১৯৯৪ সালে প্রথম নারী অধ্যাপক হিসেবে নিয়োগ দেওয়া হয় সুফিয়া আহমেদকে আর ২০১১ সালে অধ্যাপক ডা. শায়লা খাতুন নিয়োগ পান।

বাংলাদেশ জাতীয় অধ্যাপক (নিয়োগ, শর্তাবলী ও সুবিধা) সিদ্ধান্তমালা, ১৯৮১ অনুযায়ী জাতীয় অধ্যাপক পদে দেশের পাঁচ বিশিষ্ট শিক্ষাবিদকে জাতীয় অধ্যাপক পদে নিয়োগ দেওয়া হয়।

জাতীয় অধ্যাপক হিসেবে যারা নিয়োগ পান, তারা সরকার নির্ধারিত সন্মানি ভাতা পান। বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের মাধ্যমে সন্মানী ভাতা নেন।



মন্তব্য চালু নেই