জাতীয় পে-স্কেলের দাবিতে ভোলায় বেসরকারি শিক্ষকদের স্মারক লিপি

বেসরকারি শিক্ষক কর্মচারিদেরকে সরকারি কর্মচারিদের সাথে একই সঙ্গে জাতীয় পে-স্কেলের অন্তর্ভূক্ত করার দাবিতে ভোলায় স্মারক লিপি প্রদান করেছেন শিক্ষক নেতৃবৃন্দ। গতকাল রবিবার বেলা সাড়ে ১১ টায় জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্টের ভোলা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ মাকসুদুর রহমানের নেতৃত্বে জেলা প্রশাসক মো: সেলিম রেজার কাছে স্মারক লিপি প্রদান করেন।

এ সময় জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্টোর ভোলা জেলা সভাপতি অধ্যক্ষ মাকসুদুর রহমান বলেন, বিগত দিনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার বিনা আন্দোলনে বেসরকারি শিক্ষক কর্মচারীদেরকে জাতীয় পে-স্কেলের আওতায় এনেছিলেন। এবারও শিক্ষকরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে একই সাথে জাতীয় পেস্কেল প্রদানের দাবি জানিয়েছেন। পাশাপাশি নতুন শিক্ষক কর্মচারীদের দ্রুত এমপিও ভুক্ত করার দাবিও জানান শিক্ষক নেতৃবৃন্দ।

এ সময় শিক্ষক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, ওবায়দুল হক কলেজের অধ্যক্ষ নওশেদ আলম, ব্যাংকের হাট কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন আহমেদ খান, আলতাজের রহমান কলেজের অধ্যক্ষ জাহান জেব আলম টিটব, কলেজ শিক্ষক সফিকুল ইসলাম, মিজানুর রহমান বাহার, হারুনুর রশিদ, মাহাবুবুর রহমান, রফিকুল্লাহ সবুজ, আবুল কাশেম, সিরাজুল ইসলাম প্রমূখ।



মন্তব্য চালু নেই