জানা গেল, কাটার মুস্তাফিজের নতুন পরিচয়

ইনজুরির কারণে এখন পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন বাংলাদেশ ক্রিকেট দলের কাটার মাস্টার খ্যাত বোলার মুস্তাফিজুর রহমান।

পুরাদমে মাঠে ফিরতে হয়ত আরও কিছুদিন সময় লাগবে তার। আর এই কারণেই বিপিএললে চতুর্থ আসরে খেলা হচ্ছে না টাইগার তারকার। তবে খেলতে না পারলেও দলের জার্সি গায়ে মাঠে ঠিকই উপস্থিত হয়েছেন সাতক্ষীরার এই তরুণ।

গতকাল মঙ্গলবার মিরপুর শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে নতুন করে বিপিএলের দ্বিতীয় ম্যাচে মাঠে উপস্থিত হন মুস্তাফিজ। গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখেন ঢাকা ডায়নামাইটসের জার্সি গায়ে।

অ্যাক্রিডিটেশন কার্ড ছাড়া ডাগ-আউটে মুস্তাফিজের অবস্থান নেয়ার বিষয়ে বিপিএল গভ্ররনিং কমিটির সদস্য ইসমাইল হায়দার মল্লিক কাছে জানতে চাওয়া হনে তিনি এ প্রশ্নের সুরাহা দেন।

মুস্তাফিজুর রহমান চলতি বিপিএলে তার সাবেক দল ঢাকা ডায়নামাইটসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরিচয় হিসেবে মাঠে উপস্থিত ছিলেন বলে তিনি জানান। দলের ক্রিকেটারদের অনুপ্রেরণা যোগাতেই তার ডাগ-আউটে বসা বলে ইসমাইল হায়দার উল্লেখ করেন।



মন্তব্য চালু নেই