জানেন কি,মশা সবাইকে কামড় দেয় না কেন?

আপনার যদি মনে হয় মশা শুধুমাত্র আপনাকে বেশি কামড় দেয়, তাহলে জেনে নিন আপনার ধারণা ভুল নয়। একই স্থানে অনেকে বসে থাকলেও দেখা যায় একজন মশার কামড়ে অতিষ্ঠ আরেকদিকে অন্যজন মশার উপস্থিতি টেরও পাচ্ছে না।

অনেকে মনে করে, যাদের শরীরের রক্ত মিষ্টি মশা শুধু তাদের কামড় দেয়। তবে তা সঠিক নয়। মশা মানুষের শরীরের ঘ্রাণ পেয়ে তাদের প্রতি আকৃষ্ট হয়। মূলত মানুষের শরীরের ঘ্রাণে তারা তাদের শিকার খুঁজে নেয়।

পৃথিবীর প্রতিটি মানুষের শরীরে বিভিন্ন ধরণের ঘ্রাণ রয়েছে। প্রত্যেক মানুষের চামড়ায় বিভিন্ন ব্যাকটেরিয়ার উপস্থিতি রয়েছে। সকল ব্যাকটেরিয়ার বিভিন্ন রকম ঘ্রাণ রয়েছে। মশা আমাদের নিঃশ্বাসের মাধ্যমে কার্বন ডাই অক্সাইডের ঘ্রাণ এবং ব্যাকটেরিয়ার ঘ্রাণে আসক্ত হন। যারা শরীরচর্চা করেন তাদেরকেও মশা অনেক ভালবাসে। কারণ ব্যায়াম করার সময় আমাদের শরীরের তাপমাত্রা অনেক বৃদ্ধি পায়। তখন ব্যাকটেরিয়া থেকে বেশি পরিমাণে ঘ্রাণ নির্গত হবার কারণে মশা অনেক বেশি আকৃষ্ট হয়।

অর্থাৎ মশার এতো ভালবাসার পেছনে রয়েছে আমাদের শরীরের ভাল খারাপ সব ব্যাকটেরিয়া।



মন্তব্য চালু নেই