জানেন কি কাটা ঘায়ে ডেটল দিলে জ্বালা করে কেন?

শরীরের কোথাও কেটে গেছে বা ছড়ে গেছে। জায়গাটিকে পরিস্কার করার জন্য আপনি ডেটল লাগিয়েছেন। কিন্তু তাতে কাটার যন্ত্রণা কমার বদলে জ্বলুনি যেন বেড়ে গেছে। কিন্তু ডেটল তো ওষুধ। তাহলে তা লাগালে জ্বালা করে কেন?

এ অভিজ্ঞতা প্রায় সকলেরই হয়েছে। শরীরের কোথাও কেটে গেছে বা ছড়ে গেছে। জায়গাটিকে পরিস্কার করার জন্য আপনি ডেটল লাগিয়েছেন। কিন্তু তাতে কাটার যন্ত্রণা কমার বদলে জ্বলুনি যেন বেড়ে গেছে। কিন্তু ডেটল তো ওষুধ। তাহলে তা লাগালে জ্বালা করে কেন?

আসলে ডেটলের কাজ হল ক্ষতস্থানকে ইনফেকশনের হাত থেকে রক্ষা করা। এই কাজ করার জন্য ডেটল ত্বক থেকে ভিটামিন, ক্যালশিয়ামের মতো পরিপোষক এবং জলীয় পদার্থকে শোষণ করে নেয়। এই শোষণের ফলে আমাদের স্নায়ুতন্ত্র উত্তেজিত হয়। এবং আমরা জ্বালা অনুভব করি।

সাধারণভাবে বলা যায়, ডেটল কখনোই জল না মিশিয়ে ব্যবহার করা উচিৎ নয়। জল মিশিয়ে ব্যবহার করলে জ্বালাটাও কম অনুভব করবেন।-এবেলা



মন্তব্য চালু নেই