জানেন কি, বিমানের জানালায় ছোট্ট ছিদ্রটি কেন থাকে?

বিমানে আপনি যত বারই চড়ে থাকুন, মনে হয় একটা জিনিস খেয়াল করেননি। জানালার সিটটা পেলে অধিকাংশ বিমানযাত্রীই মহানন্দে ফ্যালফ্যাল করে নিচের দিকে উঁকি মারে। কিন্তু জানেন কি বিমানের জানালায় ছোট্ট একটা ছিদ্র থাকে। এই মাইক্রো হোল বা ছোট ফুটোটা থাকে লেয়ার উইন্ডোর মাঝখানে। এই ছিদ্রটা ডিজাইন করার প্রধান কারণটা হল কেবিনের প্রেসারের সমতা বজায় রাখা। যদি কোনওভাবে কোনও জানলায় ফাটল বা বড় ছিদ্র হয় সেক্ষেত্রে ছোট্ট ছিদ্রটা কেবিনেরপ্রেসারের সমতা বজায় রাখে।

বিমান সফরের সময় হাজার ফুট উঁচুতে বায়ুচাপ থাকে দেড় কিলোগ্রাম। এই পরিমাণ বায়ুচাপে সাধারণ ক্ষেত্রে যে কোনও যাত্রী জ্ঞান হারাবে। তাই প্রতি স্কোয়ার ইঞ্চিতে সাড়ে তিন কিলোগ্রাম বায়ুচাপ তৈরি করতে হয়। তা ছাড়া বিমান চলাচলের আগে কেবিনের মধ্যে যে ‘এক্সট্রিম ফগ’ তৈরি হয়। তা এই এই ছোট্ট ছিদ্রটা ঘুলঘুলি বা নির্গমনপথ হিসেবে কাজ করে। যাতে যাত্রীদের শ্বাস নিতে সুবিধা।



মন্তব্য চালু নেই