জানেন কি, সপ্তাহে ১ দিন রোজা রাখলে ৭ দিনের নেকি পাওয়া যায় !

বেশ কয়েক প্রকারের রোজা রয়েছে। তার মধ্যে নফল রোজা এটি। আল্লাহর নৈকট্য অর্জনের জন্য, ফরজ-ওয়াজিব নয়, এমন রোজা পালনকেই নফল রোজা বলে। নফল রোজার অনেক বড় ফজিলত ও ছাওয়াব রয়েছে।

সর্বাধিক হাদীস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত এক হাদীসে কুদসীতে এসেছে, তিনি বলেনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,‘আদম সন্তানের প্রতিটি আমলের ছাওয়াবই দ্বিগুণ করে দেয়া হয়। পুণ্যকর্মের ছাওয়াব দশগুণ থেকে সাতশ’গুণ বাড়িয়ে দেয়া হয়। আল্লাহ তাআলা বলেন,‘তবে রোজা ব্যতীত; কারণ রোজা আমার আর আমিই এর প্রতিদান দিই।’ [বর্ণনায় বুখারী ও মুসলিম ]

শুক্রবারের নফল রোজা: শুক্রবারের নফল রোজা এক সপ্তাহের রোজার সমান। শবে জুমুআ বা জুমুআর রাতে নবীজি (সা.) মায়ের গর্ভে আগমন করেন বলে উল্লেখ আছে। তাই এই দিনটি খুবই তাৎপর্যপূর্ণ। আল্লাহ তা’য়ালা আমাদের সবাইকে শুক্রবারের নফল রোজার উপর আমল করার তাওফিক দান করুন। আমীন



মন্তব্য চালু নেই