জানেন, বিমানবালাদের রূপের আড়ালে গোপন রহস্য কি?

সবাই জানে বিমানবালারা খুবই সুন্দরী। কিন্তু এর মাঝেও যে লুকিয়ে আছে তাদের গোপন রহস্য- এ খবর কেউ রাখে না।

সৌন্দর্যই তাদের একমাত্র গুণ নয়, আরো যা যা আছে তা জানলে সত্যিই অবাক হতে হবে। তবে ফ্যাশনেও কম যান না বিমানসেবিকারা।

১। বিমানসেবিকারা শুধু যাত্রীদের স্ন্যাক্স আর পানীয় পরিবেশনের কাজ করেন না। অসুস্থ থেকে মাতাল সবাইকে নিরাপদে গন্তব্যে নিয়ে যাওয়া তাদের অন্যতম দায়িত্ব।

২। বিমানসেবিকাদের চলাফেরা, কথা-বার্তা সবই কঠোরভাবে নিয়ন্ত্রিত। চুলের ফ্যাশন, মেকআপ ইত্যাদিও তাদের বিশেষভাবে বিশেষ যত্ন নিয়ে করতে হয়।

৩। শুধু পোশাক আর মেকআপেই নিয়ম-শৃঙ্খলা সীমাবদ্ধ নয়, শরীরের ওজনও নিয়ন্ত্রণে রাখতে হয় তাদের। নিয়মিত জার্নি করতে হয় বলে শারীরিক ফিটনেসও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৪। বিমানে সব প্রয়োজনই হতে পারে। তাই সন্তান-সম্ভবা মায়ের সন্তান প্রসবের প্রশিক্ষণও নিতে হয় তাদের। সাধারণ প্রাথমিক চিকিৎসা তো বটেই।

৫। কোনো যাত্রী বিপজ্জনক আচরণ করলে অন্য যাত্রীদের সুরক্ষিত রাখতে বিমানসেবিকাদের মার্শাল আর্টের প্রশিক্ষণও দেয়া হয়। বিমান ছিনতাইয়ের পরিস্থিতি তৈরি হলে তা মোকাবেলার প্রশিক্ষণও নিতে হয়।

৬। বিমানের কেবিন বা যেকোনো স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতেই পারে। মাটি থেকে ৩৫ হাজার ফুট উপরে অগ্নিকাণ্ড সামাল দেয়ার মতো ট্রেনিংও নিতে হয় বিমানবালাদের।



মন্তব্য চালু নেই