জানেন, সাকিবের জীবনে সবচেয়ে বড় পাওয়া কি?

বাংলাদেশ ক্রিকেটকে দুই হাত ভরে দিচ্ছেন দেশের নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে আজকের সাকিবকে এ পর্যায়ে উঠে আসতে অনেক সংগ্রাম করতে হয়েছে। তার জীবনের শুরুর কথা গুলো দেশের একটি টিভি অনুষ্ঠানে ভক্তদের উদ্দেশ্যে তুলে ধরেন সাকিব।

সাকিব বলেন,‘ অনেক কষ্ট করেছি এক সময়। শ্যামলী থেকে মিরপুর স্টেডিয়াম যেতাম নয় নম্বর বাসে। বড় ব্যাগের জন্য সমস্যা হতো। দুই সিটের ভাড়া দিতে হতো। এক সিটে ব্যাগ রাখতাম, আর একটাতে আমি বসতাম।’

সাকিবের সবচেয়ে বড় পাওয়া কী? সঞ্চালকের এমন প্রশ্নের উত্তরে সাকিব বলেন, ‘সবচেয়ে বড় পাওয়া হচ্ছে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা। আমার ক্যারিয়ার যখন শেষ হবে তখন এ একটা জিনিসই আমার সঙ্গে থাকবে সব সময়। এদিক থেকে আমি অনেক ভাগ্যবান।’

এছাড়া ক্রিকেটকে ঘিরে তার স্বপ্নের কথা নতুন করে শোনান সাকিব, ‘এখন একটাই স্বপ্ন বাংলাদেশের হয়ে ট্রফি জেতা। যত বেশি ট্রফি জেতা যাবে ততই আমাদের জন্য ভালো। আমি ব্যক্তিগত সাফল্য নিয়ে কখনোই চিন্তা করি না। চেষ্টা করি দলের হয়ে কন্ট্রিবিউট করা। আমার কাছে ট্রফি জেতার টার্গেটই বেশি জরুরি। আগামী বিশ্বকাপ হবে আমাদের সেরা বিশ্বকাপ। আমি বিশ্বাস করি আমাদের সেই সামর্থ্য আছে, আমাদের ওই মানের ক্রিকেটারও আছে। সামনে আরো ক্রিকেটারও আসবে। চ্যাম্পিয়ন হওয়ার জন্য যেই দল প্রয়োজন আমরা তার খুব কাছাকাছি আছি।’



মন্তব্য চালু নেই