জাপান-বাংলাদেশ সম্পর্ক আগের মতোই থাকবে

বাংলাদেশি পণ্য আমদানিতে জাপানি প্রতিষ্ঠানের ভ্রমণ স্থগিতের ঘোষণার পরদিনই জাপানের সঙ্গে বাংলাদেশের উন্নয়ন প্রসঙ্গ টেনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, ‘সন্ত্রাসী হামলার ঘটনার পরেও জাপানের সঙ্গে বাংলাদেশের উন্নয়ন কার্যক্রম আগের মতোই থাকবে। আমরা সন্ত্রাসবাদের কাছে মাথা নত করতে পারি না।’

মঙ্গলবার (০৫ জুলাই) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

গুলশানে সন্ত্রাসী হামলা মোকাবিলায় জাপানের পাশাপাশি ইতালির প্রসংশার কথা উল্লেখ করে শাহরিয়ার আলম বলেন, ‘হলি আর্টিসানে জাপানি-বাংলাদেশিদের রক্ত একসঙ্গে মিশে আছে। আমরা কখনোই এসব মানুষের আত্মত্যাগের কথা ভুলতে পারবো না। এ ঘটনায় দুই দেশের সম্পর্ক আরো গভীর বন্ধনে আবদ্ধ হবে।’

উল্লেখ্য, গুলশাল হামলায় ৭ জাপানি নাগরিকসহ ২০ জনের হত্যার ঘটনায় জাপানের পোশাক আমদানিকারক প্রতিষ্ঠান ফাস্ট রিটেইলিং কোম্পানি বাংলাদেশে তাদের সব ধরনের ব্যবসায়িক ভ্রমণ স্থগিতের পরিকল্পনার কথা জানিয়েছে। দেশটির অন্যতম তৈরি পোশাক বিক্রেতা ব্রান্ড ইউনিক্লোর এক মুখপাত্র এ কথা জানান।

ভয়াবহ ওই হামলা ও হত্যার ঘটনার পরদিন শনিবার (০২ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা জানান ইউনিক্লোর ওই মুখপাত্র।

ইউনিক্লোর মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স আরো জানায়, বাংলাদেশে অবস্থানরত কোম্পানির ১০ প্রতিনিধিকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিজেদের বাড়ি থেকে বাইরে বের হতে নিষেধ করা হয়েছে।



মন্তব্য চালু নেই