জাবিতে পহেলা বৈশাখ উদযাপনের প্রস্তুতি

শাহাদত হোসািন স্বাধীন, জাবি প্রতিনিধি: পরশু পহেলা বৈশাখ। বাঙ্গালী জাতির সার্বজনীন উৎসবের দিন। বাঙ্গালী জাতি মেতে উঠবে প্রাণের উৎসবে। নববর্ষ উদযাপনে তিন দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয় রেজিস্টার সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নববর্ষের দিন থাকছে বিশ্ববিদ্যালয় উপাচার্যের সাথে শুভেচ্ছা বিনিময়। তিন ব্যাপী উৎসবের উদ্বোধন, মঙ্গল শোভাযাত্রা। নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ তিন দিন ব্যাপী পুতুল নাট্য প্রদর্শনী করবে জহির রায়হান মিলনায়তনে। বাংলা বিভাগের আয়োজনে প্রথম দিন মহুয়ার তলায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। ২য় দিনে ছাত্রকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের আয়োজনে থাকবে বাউল গানের উৎসব। তৃতীয় দিন ছাত্র শিক্ষক কেন্দ্র সেলিম আল দিন মুক্তমঞ্চে থাকছে গাজির পালা। তবে সব ধরনের প্রোগ্রাম রাত ৮ টার মধ্যে শেষ করতে নির্দেশনা দিয়েছে প্রশাসন



মন্তব্য চালু নেই