‘জামায়াতের কোনো কর্মী আইএস-এ যোগ দেয়নি’

জামায়াতে ইসলামীর কোনো কর্মীই আইএসে যোগ দেয়নি বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি হামিদুর রহমান আযাদ এ দাবি করেন।

ঢাকা: জামায়াতে ইসলামীর কোনো কর্মীই আইএসে যোগ দেয়নি বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি হামিদুর রহমান আযাদ এ দাবি করেন।

বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর তৃণমূল পর্যায়ের কোন কর্মীই আইএসে যোগদান করেনি। আইএসে’র বাংলাদেশের তথাকথিত প্রধান শেখ আবু ইব্রাহীম আল হানিফ তার বক্তব্যে জামায়াতে ইসলামীর তৃণমূল পর্যায়ের কর্মীরা আইএসে যোগদান করছে বলে যে বক্তব্য দিয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন-মিথ্যা। জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিক গণতান্ত্রিকপন্থার রাজনীতিতে বিশ্বাস করে। কাজেই জামায়াতের কর্মীদের আইএসে যোগদানের প্রশ্নই আসে না।

তিনি বলেন, জামায়াতে ইসলামী সম্পর্কে ভিত্তিহীন মিথ্যা ও বানোয়াট রিপোর্ট প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য আমি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।



মন্তব্য চালু নেই