জামায়াত-শিবিরের নতুন নাম ‘আনসারুল্লাহ’

111জঙ্গি গ্রুপ নিয়ন্ত্রণ করে জামায়াত-শিবির দেশের বিভিন্ন স্থানে হামলার ছক করছে বলে দাবি করেছেন চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (বন্দর) মো. মারুফ হাসান। আনসারুল্লাহ বাংলা টিম এখন জামায়াত-শিবিরের নতুন নাম বলেও দাবি করেন তিনি।

রোববার (৩১ জুলাই) রাত দেড়টার দিকে নগরীর কাঠঘর এলাকা থেকে আনসারুল্লাহ বাংলা টিমের ৫ সদস্যকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ। তাদের নিয়ে সোমবার দুপুর আড়াইটার দিকে নগর ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই দাবি করেন এ গোয়েন্দা অফিসার।

গ্রেপ্তারকৃতরা হলেন- আতিকুল হাসান ইমন (২৬), জামশেদুল আলম হৃদয় (২১), আক্কাছ আলী নয়ন (২৩), মো. রুবেল (২৬) ও মহিউদ্দিন (১৮)।

চট্টগ্রাম ভূজপুর থানার দাঁতমারা ইউনিয়নের আবুল খায়েরের ছেলে আক্কাছ আলী, অাতিকুল হাসান নগরীর ডবলমুরিং থানার পাঠানটুলীর মেখ মুজিব রোডের মো.ফেরদৌসের ছেলে, জামশেদুল আলম চট্টগ্রাম হাটহাজারী থানার আমানবাজার এলাকার আব্দুর রহিমের ছেলে, রুবেল চট্টগ্রাম রাউজান থানার পূর্ব গুজরার আমির হামজার ছেলে ও মহিউদ্দিন চট্টগ্রাম রাঙ্গুনিয়া থানার মো. ইসমাইলের ছেলে।

এসময় তাদের কাছ থেকে ব্যবহৃত ২টি ল্যাপটপ , ৭টি মোবাইল ও শতাধিক জিহাদি লিপলেট উদ্ধার করা হয় বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

এদের মধ্যে আক্কাছ আলী নয়ন শিবিরের ‘সাথী’ (পদবী), এমন তথ্যও অাছে বলে দাবি করেন উপ কমিশনার মো. মারুফ হাসান। এছাড়া গ্রেপ্তার হওয়া একজন মাদরাসায় পড়াশুনা করেছেন, বাকি সবাই সাধারণ শিক্ষায় উচ্চশিক্ষিত বলেও জানান তিনি।

উপ কমিশনার মো. মারুফ হাসান আরো বলেন, ‘আমাদের পর্যাপ্ত পরিমাণ তথ্য প্রমাণের ভিত্তিতে জানতে পারি আক্কাছ আলী নয়ন ছাড়া বাকি চারজন আনসারুল্লাহ বাংলা টিমের সক্রীয় সদস্য। তারা পতেঙ্গা থানার কাঠঘর এলাকার নামীয় বাড়ির চতুর্থ তলায় গোপন বৈঠক করছিল। এতে নেতৃত্ব দিয়ে বিভিন্ন হামলার পরিকল্পনা চক করছিল শিবিরের সাথি আক্কাছ আলি।’

CTG001470051125

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আনসারুল্লাহ বাংলা টিমের লক্ষ্য উদ্দেশ্যের সাথে এক সাথে কাজ করছে শিবির। জামায়াত শিবির আনসারুল্লাহ বাংলা টিমসহ অন্য জঙ্গিগ্রুপদের সঙ্গে কাজ করছে। জঙ্গি গ্রুপদের সহযোগিতাও করছে তারা। এমনকি দেশে বিভিন্ন স্থানে নাশকতা চালাতে পরিকল্পনা নিচ্ছে জামায়াত-শিবির।’

আনসারুল্লাহ বাংলা টিম এটি এখন জামায়াত-শিবিরের নতুন নাম উল্লেখ করে মারুফ হাসান বলেন, ‘স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবির আনসারুল্লাহ বাংলা টিমের ব্যানারে কাজ করছে। এটি এখন তাদের নতুন নাম। দেশে নানান যে জঙ্গিগ্রুপ ছিল তাদেরকে দিয়েই জামায়াত-শিবির সক্রিয়ভাবে কাজ করানোর চেষ্টা করছে। নিজেরা এ ধরনের ষড়যন্ত্রের লিপ্ত হচ্ছে।’

চট্টগ্রাম সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার হওয়া আনসারুল্লাহ বাংলা টিমের বেশ কয়েকজন সদস্যের সাথে এদের যোগসূত্র ছিল উল্লেখ করে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নগর গোয়েন্দা পুলিশে উপ কমিশনার মো.মারুফ হাসান বলেন, ‘চট্টগ্রামে সীতাকুণ্ডসহ বিভিন্ন সময় গ্রেপ্তার হওয়া আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যদের সাথে তাদের যোগাযোগ ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ৫ জনই এমন তথ্য দিয়েছে।’

রিমান্ড চাইবে কিনা এমন সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মারুফ হাসান বলেন, ‘তাদের বিরুদ্ধে আমরা আদালতে ১০ দিনের রিমান্ড চাইব। তাদেরন বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা প্রক্রিয়াধীন।’



মন্তব্য চালু নেই