জামিনের পর হাসপাতালে মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। উচ্চ রক্তচাপ, অনিয়ন্ত্রিত ডায়াবেটিকস, রক্তশূন্যতা, রেনাল আর্টারি, স্টেনোসিস, হরমোনের ভারসাম্যহীনতা, ওজন কমে যাওয়া ও হেপাটিক হিউম্যানজিওমাসহ বেশ কিছু রোগে ভুগছেন তিনি।

এ কারণে রবিবার দিবাগত রাত ৮.৩০ মিনিটে জামিনে মুক্তি পেলেও তিনি হাসপাতালে ভর্তি আছেন। বর্তমানে মির্জা আব্বাস বারডেমের প্রফেসর খাজা নাজিম উদ্দিনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

গত ৩০ মার্চ দুদকের দায়ের করা মামলায় হাইকোর্টের দেয়া জামিন আপিল বিভাগ বহাল রাখায় তিনি জামিনে মুক্তি পান।

গুরুতর অসুস্থ থাকায় মির্জা আব্বাসকে হাসপাতালে দীর্ঘমেয়াদি কিংবা দেশের বাইরে নিয়ে উন্নত চিকিৎসা দেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।



মন্তব্য চালু নেই