জার্মান চ্যান্সেলরের কার্যালয়ে বোমা!

জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের কার্যালয়ে বুধবার সকালে রহস্যজনক প্যাকেট পাওয়ার পর চারপাশ থেকে এটি ঘিরে রেখেছে পুলিশ। পুলিশের অনুমান, ওই প্যাকেটে বোমা রয়েছে। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বুধবার সকালে মন্ত্রিসভার নিয়মিত এক বৈঠকে অংশ নেয়ার জন্য মের্কেলের বার্লিন অফিসে জড়ো হয়েছিলেন মন্ত্রীরা। এ সময় ওই রহস্যজনক প্যাকেটগুলো দেখা যায়। বৈঠক শুরু হওয়ার আগেই ওই কার্যালয়ের প্রবেশ মুখ থেকে চারটি প্লাস্টিকের প্যাকেট উদ্ধার করা হয়েছে। ওগুলো হলুদ পোস্টাল বাক্সে রাখা ছিল। পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, ওই প্যাকেটগুলোতে কি আছে তা পরীক্ষা করে দেখা হচ্ছে।

এর আগে ২০১০ সালে মের্কেলের বার্লিন কার্যালয় থেকে বিস্ফোরক বোঝাই একটি প্যাকেট উদ্ধার করেছিল পুলিশ। ওই প্যাকেটটি গ্রিস থেকে এসেছিল। প্যারিসে গত নভেম্বরে সন্ত্রাসী হামলায় ১৩০ জন নিহত হওয়ার পর জার্মানসহ ইউরোপের বিভিন্ন দেশে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করা হয়েছে।



মন্তব্য চালু নেই