জালসহ পানিতে তলিয়ে যাওয়ার রাব্বানি’র খোজ মেলেনি

কয়েকদিন ধরে ভারি বর্ষন। বাড়ির পাশে ছোট খাড়ি। স্রোতের টানে মিলছে মাছ। সেই মাছ ধরতে চলছে উৎসব। সেই উৎসবে জাল নিয়ে যোগ দিয়েছিলেন রাব্বানি (৪২) এক ব্যক্তি। হাতের জাল খাড়িতে ফেলে স্রোতের টানে সেই জালের সঙ্গেই তলিয়ে যান তিনি।

বুধবার বিকেলে রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউনিয়নের গংনারায়ণপুর গ্রামের পাশে বয়ে যাওয়া খাড়িতে এ ঘটনা ঘটলেও এখনো রাব্বানি কে উদ্ধার করা যায় নি। নিখোজ রাব্বানি গংনারায়নপুর বলদিপাড়ার মৃত মাহমুদ আলীর ছেলে।

কলমা ইউনিয়নের চেয়ারম্যান ও তানোর থানা যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না জানান, বুধবার দুপুরে জাল নিয়ে অনেকের সঙ্গে খাড়িতে মাছ ধরতে যান রাব্বানি। খাড়িতে জাল ফেলার পরে স্রোতের টানে জালের সঙ্গে তলিয়ে যায় রাব্বানি। সঙ্গে থাকা লোকজন ঘটনার পর থেকেই খোজাখুজি শুরু করেও তাকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত উদ্ধার করতে ব্যর্থ হয়েছে। এখনো তাকে খোজাখুজি চলছে।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, ঘটনাটি তিনি মোবাইল ফোনে একাধিক ব্যক্তির কাছে শুনেছেন। তবে এ বিষয়ে থানায় কেউ অভিযোগ দেননি।



মন্তব্য চালু নেই