জাহাঙ্গীরনগর থিয়েটারের তিনব্যাপী নাট্যউৎসব শুরু রবিবার

শাহাদত হোসািন স্বাধীন, জাবি প্রতিনিধি : ‘হে নবীন প্রস্ফুটিত হও শিল্প বনে’ এই স্লোগানে নবীন শিক্ষার্থীদের বরণ করতে জাহাঙ্গীরনগর থিয়েটার আয়োজন করেছে তিন দিনব্যাপী নবীনবরণ নাট্য উৎসব।

সংগঠনটির সাধারণ সম্পাদক পার্থ প্রতিম তঞ্চঙ্গ্যা পিয়াল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাহাঙ্গীরনগর থিয়েটার ( অডিটরিয়াম) ক্যাম্পাসের নবীন (৪৫ তম) আবর্তনকে বরণ করে নিতে এই উৎসবের আয়োজন করছে।
কাল সন্ধ্যা ৬ টায় জাহাঙ্গীরনগর সেলিম আল দিন মুক্তমঞ্চে সন্ধ্যায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

অনুষ্ঠানের শুরুতে কাল ( ০৮ মে) নবীনদের আনুষ্ঠানিক ভাবে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয়া হবে জাহাঙ্গীরনগর থিয়েটার (অডিটরিয়াম) এর পক্ষ থেকে।

উদ্বোধনী দিনে জাহাঙ্গীরনগর থিয়েটার পরিবেশন করবে নাটক ” বউ”।বউ নাটক রচনা করেছেন মান্নান ভূইয়া ও নির্দশনায় আরিফুল ইসলাম।

উৎসবের দ্বিতীয় দিন থিয়েটারের পরিবেশনায় থাকছে মর্মস্পর্শী নাটক” ট্রেন টু পাকিস্তান “। এই নাটক রচনা করেছেন খুশবন্ত সিং এবং নির্দেশনায় মইনুল হক তারিফ।

উৎসবের শেষ দিন বাংলাদেশ পথ নাট্য পরিষদের পরিবেশনা থাকছে।তাদের পরিবেশনায় থাকছে নাটক “শিকারী “।” শিকারী” নাটক রচনায় করেছেন মান্নান হিরা ও দিকনির্দেশনায় নাছির উদ্দিন বাচ্চু। প্রতিটি নাটক মুক্তমঞ্চে সন্ধ্যা ৭ টা শুরু হবে।



মন্তব্য চালু নেই