জিন্স এর পরিবর্তে নতুন যা পরতে পারেন!

ক্যাজুয়াল ড্রেস’য়ে জিন্স এর জুড়ি মেলা ভার। কিন্তু অনেকেই আবার জিন্স পরতে চাননা। তাহলে কি পরবেন? তাদের জন্যই রইলো জিন্সের পরিবর্তে অন্য কিছু পরার টিপস। গতানুগতিক ধাঁচ থেকে বেড়িয়ে ট্রাই করতে পারেন নতুন কিছু, যেমন ধরুন

১. প্রিন্টেড প্যান্ট : বন্ধুদের সঙ্গে জাস্ট ডে আউট কিংবা অফিস, প্রিন্টেট প্যান্ট দারুণ মানায়। তার সঙ্গে একরঙা শার্ট, মানানসই জুয়েলারি পরে নিন।

২. ভিনটেজ প্যান্ট : প্লিটেড হাই ওয়েস্ট, অ্যাঙ্কেল লেন্থ এখন বেশ ফ্যাশনেবল। কালারফুল টি-শার্টের সঙ্গে এই প্যান্ট পরে নিন।

৩. প্যানেলড্ প্যান্ট : স্লিম লুক পেতে পরতে পারেন এই ধরনের প্যান্ট। এই প্যান্টের সঙ্গে ক্লাসিক শার্ট ও হাইহিল ভালো মানাবে।

৪. ম্যাক্সি স্কার্ট : ডেনিমের বদলে বেছে নিতে পারেন ম্যাক্সি স্কার্ট। এটিতে যেমন আরামদায়ক, তেমনই স্লিম ও সুন্দর লুক পাবেন।

৫. টি-লেন্থ স্কার্ট : এই ধরনের স্কার্ট একেবারেই নতুন। রংবেরঙের স্কার্টের সঙ্গে পরে নিন মানানসই টপ।

৬. পালাজো : মেয়েদের প্যান্টের ফ্যাশনে পালাজো এখন ইন। তারসঙ্গে পরে নিন ক্রপ টপ।

সূত্র: ইনাদুইন্ডিয়া



মন্তব্য চালু নেই