জীবিত উদ্ধার হওয়াদের জিজ্ঞাসাবাদ করছে ডিবি

গুলশান-২ এর ৭৯ নম্বরের হলি আর্টিসান রেস্টুরেন্টে অভিযান চালিয়ে সন্ত্রাসীদের হাত থেকে জীবিত উদ্ধার করা জিম্মিদের জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাতে তাদের ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।

সূত্র জানায়, জিজ্ঞাসাবাদের জন্য ১৬ জনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে জীবিত উদ্ধার হওয়া ভুক্তভোগী ১৩ জন, হলি আর্টিসান রেস্টুরেন্টের দুই স্টাফ ও হামলাকারী সন্দেহে আটক একজন রয়েছেন।

হাসনাত করিমসহ আরো তিন ভুক্তভোগীর পরিবার এ বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, জিজ্ঞাসাবাদের জন্য তাদের ডিবি কার্যালয়ের ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। ভেতরে নিয়ে যাওয়ার পর পরিবারের সঙ্গে তাদের যোগাযোগও করানো হয়েছে।

তারা ডিবি অফিসের ভেতরে রয়েছে। পুলিশের কোনো মন্তব্য পাওয়া যায়নি।



মন্তব্য চালু নেই