জীবিত তরুণের হৃদপিণ্ড বের করলো তালেবান

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) নৃশংসতা নতুন কিছু নয়। তবে তালেবান জঙ্গিগোষ্ঠীর নৃশংসতা এবার সব কিছুকে ছাপিয়ে গেছে। আফগানিস্তানের রাজধানী কাবুলের প্রকাশ্যে জীবিত এক তরুণের শরীর থেকে চামড়া ছাড়িয়ে হৃদপিণ্ড বের করেছে তালেবানের পাষণ্ড জঙ্গিরা।

শুধু তাই নয়, পরে পাহাড়ের খাদে ফেলে দেওয়া হয় চামড়া ও হৃদপিণ্ডবিহীন ওই তরুণের মরদেহ।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কয়েক মাস আগে কাবুলের কাছে ঘোর প্রদেশে তালেবানের এক শীর্ষনেতা খুন হয়। প্রদেশের বাসিন্দা আহমেদ নামের ওই তরুণের দূর সম্পর্কের কোনো এক আত্মীয় তাকে খুন করেছে বলে সন্দেহ করে তালেবান। ২১ বছর বয়সী আহমেদ আত্মীয়ের ঠিকানা প্রকাশ না করায় গত ডিসেম্বরে তার দুই চোখ উপড়ে ফেলা হয়।

দৃষ্টিহীন আহমেদের ওপর থেকে এরপরও ক্রোধ কমেনি জঙ্গিদের। স্থানীয়রা জানান, শনিবার আহমেদকে রাস্তায় বের করে তালেবান জঙ্গিদের একটি গ্রুপ। জীবিত অবস্থায় তার শরীর থেকে চামড়া ছাড়াতে শুরু করে। যন্ত্রণায় চিৎকার করতে থাকেন আহমেদ।

আহমেদের চামড়া ছাড়ানোর পর হৃদপিণ্ড বের করে আনে জঙ্গিরা। পরে তার মরদেহ পাহাড়ের খাদে ফেলে দেওয়া হয়।



মন্তব্য চালু নেই