জুকারবার্গের বিরুদ্ধে প্রতারণার মামলা!

প্রতারণার অভিযোগে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন এক ডেভেলপার। ভসকেরিয়ান নামের ঐ ডেভেলপার দাবি করেন, জুকারবার্গ তার সঙ্গে জমি সংক্রান্ত চুক্তিতে প্রতারণা করছে। এজন্য তিনি ক্যালিফোর্নিয়ার সান জোসের একটি আদালতে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ২০১২ সালে যুক্তরাষ্ট্রের পালো অলটোতে একটি বাড়ি কেনার পরিকল্পনা করেন মার্ক। এজন্য ডেভেলপার ভসকেরিয়ানের কাছ থেকে বাড়ি কেনার চুক্তি প্রায় পাকা করে ফেলেন তিনি।

ভসকেরিয়ানের দাবি করেন, তিনি সে সময় জাকারবার্গকে ৪০ শতাংশ ছাড় দিয়েছিলেন প্রপার্টি রাইটস-এর উপর। সেই ভসকেরিয়ানই এখন জুকারবার্গকে এই ১.৭ মিলিয়ন ডলারের বাণিজ্যিক চুক্তিতে প্রতারণার অভিযোগ এনেছেন।

কিন্তু এখনও এ বিষয়ে জুকারবার্গের বক্তব্য পাওয়া যায়নি।



মন্তব্য চালু নেই