জুলহাজ-তনয় হত্যা: গ্রেফতার শরিফুল তিন দিনের রিমান্ডে

রাজধানীর কলাবাগানে মার্কিন দূতাবাসের সাবেক প্রটোকল অফিসার ও দাতা সংস্থা ইউএস এইডের কর্মকর্তা জুলহাজ মান্নান ও তার বন্ধু থিয়েটার কর্মী মাহবুব তনয় হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার শরিফুল ইসলাম ওরফে শিহাবকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

রোববার শরিফুলকে ঢাকা সিএমএম আদালতে হাজির করে মামলা সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক বাহার উদ্দিন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম কায়সারুল ইসলাম তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট শনিবার রাতে শিহাবকে কুষ্টিয়া থেকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মারুফ হোসেন সরদার। গ্রেফতার শিহাব আনসারুল্লাহ বাংলাটিমের সদস্য বলে জানা গেছে।

প্রসঙ্গত, গত ২৫ এপ্রিল কলাবাগানে ৩৫ উত্তর ধানমন্ডির বাড়ির দোতলার বাসায় প্রবেশ করে জুলহাজ ও তার বন্ধু তনয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।



মন্তব্য চালু নেই